১ আশ্বিন, ১৪৩১ - ১৬ সেপ্টেম্বর, ২০২৪ - 16 September, 2024
amader protidin

বাস-ট্রেন সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

আমাদের প্রতিদিন
1 year ago
250


এম এ রশিদ-ঢাকা:

রাজধানীর মালিবাগ রেলগেটে বাস ট্রেনে সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে কাজ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। তবে, তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক গণমাধ্যমকে বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল। ট্রেনটির নাম দ্রæতযান এক্সপ্রেস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, খুব দ্রুত আমরা বিষয়টি তদন্ত করে দেখবো আর যতদ্রæত পারি আমরা সারা দেশের সাথে ট্রেন চলাচল করার চেষ্টা চলিয়ে যাবো।  

সর্বশেষ

জনপ্রিয়