শহীদ শংকু’র পরিবারকে রংপুর জেলা প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা আন্দোলনে রংপুরের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর কামাল কাছনাস্থ শহীদ শংকুর বাড়িতে গিয়ে শংকুর মা দিপালী সমজদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ নেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
শংকুর প্রয়াণ দিবস ৩ মার্চ দিপালী সমজদার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হুইল চেয়ারটি শংকুর পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসন। এ সময় শংকুর মা দিপালী সমজদার আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসককে জড়িয়ে ধরেন।
এরপর জেলা প্রশাসক টয়লেট নির্মাণে বিভিন্ন সামগ্রী, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।