৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

হারাগাছে ইয়াবা সহ যুবক আটক

আমাদের প্রতিদিন
1 year ago
220


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের হারাগাছে ১৪৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এসময় শামীম মিয়া নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০২ মে) দুপুরে আটক শামীমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় হারাগাছ থানা পুলিশ। এরআগে সোমবার তাকে হারাগাছ থানাধীন কার্তিক কিশামত হাজিরবাজার বাধেরপাড় এলাকা থেকে আটক করা হয়।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সবিন চন্দ্র মাহত জানান, রংপুর র‌্যাব ১৩এর একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে হারাগাছ থানাধীন কার্তিক কিশামত হাজিরবাজার বাধেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ পিচ ইয়াবা সহ শামীম মিয়াকে আটক করে। শামীম মিয়া হাজিরবাজার এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

উপপরিদর্শক (এসআই) সবিন চন্দ্র মাহত বরেন, এ ব্যাপারে সোমবার রাতে র‌্যাবের ডিএডি আনিছুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শামীমকে আসামী করে মামলা করেছেন। আটক শামীমকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth