কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী পালন
কুড়িগ্রাম প্রতিনিধি:
নানা কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের বটতলায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতি আয়োজন করে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের
সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। এ উপলক্ষে বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম। এছাড়া রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিগুরুর জন্মদিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।