হিলিতে ধান ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সাইফুল ইসলাম নামের এক ধান ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার ইটাই গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মানাধীন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি হাকিমপুর উপজেলার ইটার গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া বলেন, সাইফুল ইসলাম গতকাল সোমবার ধান কেনা কাটা শেষে রাতে বাড়ি ফেরেন। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পারিবারের সদস্যরা তাকে দেখতে না পেরে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি নির্মানাধীন বাড়িতে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখলে পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ লাশ উদ্ধার করা হয়। তবে বিষয়টি হত্যা না আত্যহত্মা তা জানতে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে সাইফুল ইসলামের মৃত্যুর কারন।