হাতীবান্ধায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
লালমনিরহাট(হাতীবান্ধা)প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারপ্সরিক সহযোগিতায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৭ মে সকাল ১০ ঘটিকার সময় পশ্চিম বেজগ্রাম,টংভাঙ্গা ইউনিয়েন ৭ নং ওয়ার্ড এর মাঠে ভলিবল খেলা দিয়ে হাতীবান্ধা উপজেলার খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন,পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম,লালমনিরহাট (সিএম) এর জেলা প্রতিনিধি ছলায়মান হক,লালমনিরহাট জেলা ক্রিড়া সংস্থা এথলেটিক্স এর উপ কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।