৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
260


লালমনিরহাট (হাতীবান্ধা)প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রথমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। পরে আ’লীগের কার্যালয় থেকে সকল অঙ্গসংগঠনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামীলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth