রৌমারীতে ক্রিকেট খেলা অনুষ্ঠিত
রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
যুব ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পারিক সহযোগিতায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টার দিকে রৌমারী উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও রৌমারী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই শিশু কিশোর ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, ফুলবাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারি শিক্ষক আঃ ছালাম, রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগতায় একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুটি দল গঠন করা হয়। এদের মাঝে যে দল বিজয়ী হবে সে দলকে জেলা ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করবে। এর আগে খেলোয়ারদের মাঝে খেলার সকল উপকরণ বিতরণ করা হয়।