২২ আশ্বিন, ১৪৩১ - ০৭ অক্টোবর, ২০২৪ - 07 October, 2024

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মহানগর গণতন্ত্রী পার্টির উদ্বেগ

আমাদের প্রতিদিন
1 year ago
233


খবর বিজ্ঞপ্তির:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা। গতকাল দলীয় কার্যালয়ে এক সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খসরু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ আর আবুল কালাম আজাদ মুকুল। সভায় বক্তারা বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী চক্র সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে দেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে। তারা সরকারকের জিম্মি করে সিন্ডিকেটের দখলে বাজার রেখেছে। এ সিন্ডিকেট ভাঙ্গতে হলে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান  জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাবর চৌধুরী, তারেক বাপ্পী, নোমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাক আল মামুন রয়েল, রফিকুল ইসলাম, উপজেলা সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth