খানসামায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর):
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' স্লোগানে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ মে) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বাস্তবায়নে সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হোসনে আরা, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা পল্লী বিদুৎ এর এজিএম শাহ ইফতেখার আহমেদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফায়েল হোসেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল ইউপির তহসিলদার, ইউডিসি উদ্যোক্তাগণ এবং সুধীসমাজ। উল্লেখ্য, ২২ মে ২০২৩ হতে ২৮ মে ২০২৩ পর্যন্ত ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে তথ্য কেন্দ্র কাম-সেবা বুথে সেবা প্রদান করা হবে।