২৫ কার্তিক, ১৪৩১ - ০৯ নভেম্বর, ২০২৪ - 09 November, 2024

হাতীবান্ধা নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাফল্য

আমাদের প্রতিদিন
1 year ago
134


লালমনিরহাট (হাতীবান্ধা)প্রতিনিধি :

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের থেকে  ৪৪ তম  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এ অংশ গ্রহণ করে ০৬ টি  পুরুস্কার অর্জন করেন।

অভাবনীয় সাফল্য হাতিবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের,   বিজ্ঞান অলিম্পিয়াড এ জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।ফারহান মাহদী উল আলম সে নর্থল্যান্ড মডেল স্কুলে দশম শ্রেণির ছাত্র,  অলিম্পিয়াড সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে  নাজমুস সাকিব কাজল ২য় হয়েছ সাইদুর রহমান সিজান , এ ছাড়া  বিজ্ঞান কুইজে ১০ জন এর মধ্যে ৩ জনই পুরুস্কার পেয়েছেন,এ অর্জনে  অত্র হাতীবান্ধা উপজেলার সাধারণ সকল মানুষ সহ স্কুলের শিক্ষকরা আনন্দিত।

স্কুলের প্রধান শিক্ষক নাজমুল কায়েস হিরু জানান আমাদের নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীরা সবকিছু এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো এগিয়ে যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth