গঙ্গাচড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাল্ব এর সহযোগিতায় শনিবার (২৭ মে) বিকেলে গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ ব লিঃ এর ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা। গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন অভি'র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মোত্তালিব মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাল্ব লিঃ এর ডিরেক্টর (ক অঞ্চল) জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, কাল্ ব এর কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, রংপুর জেলা প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, কাল্ব রংপুর ক্লাস্টারের সভাপতি আলীমুল রেজ্জা খাঁন জুয়েল, পীরগাছা উপজেলা ক্লাস্টার সভাপতি কাঞ্চন মানিক গুহ। সভায় গঙ্গাচড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।