২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

পীরগঞ্জে ভূমি সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ কর দাতাকে সম্মাননা

আমাদের প্রতিদিন
1 year ago
186


পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মার্ট ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ কর প্রদান কারীকে সম্মান প্রদান হয়েছে। আজ রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসে আয়োজনে অফিস চত্তরে এর সম্মান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  শাহরিয়ার নাজির, উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাহিন আলম, পীরগঞ্জ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু রায়হান, সৈয়দপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, কোষারাণীগঞ্জ ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা হর্ষ বর্মন সিংহ, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক মোশারফ হোসেন, ফাইদুল ও শমসের প্রমুখ।  এবছর ১ লাখ ৯৪ হাজার টাকা কর প্রদান করে উপজেলার শ্রেষ্ট করপ্রদান করী হিসেবে শাহাদাত আলী নির্বাচিত হন। আপরদিকে পীরগঞ্জ ইউনিয়ন জাহিদ হাসান জাহিদুল ইসলাম, কোষারাণীগঞ্জ ইউনিয়নের মো: শাহজাহান, সৈয়দপুর ইউনিয়নের সাইফুর রহমান, ভোমরাদহ ইউনিয়নের আব্দু আজিজ, খনগাঁও ইউনিয়নের মাহাবুব জামিল, হাজিপুর ও দৌলতপুর ইউনিয়নের আজিমুল ইসলাম, সেনগাঁও ইউনিয়নের মুক্তরুল ইসলাম। উল্লেখ্য গত ২২ শে মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমি সপ্তাহের কার্যক্রম পরিচালিত হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়