২৬ আশ্বিন, ১৪৩১ - ১১ অক্টোবর, ২০২৪ - 11 October, 2024

গঙ্গাচড়ায় শারিরীক প্রতিবন্ধীকে গণ-ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 year ago
452


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার শারীরিক প্রতিবন্ধীকে গণ-ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ইকবাল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। গ্রেফতারকৃত উপজেলার গজঘন্টা কিশামত হাবু এলাকার আয়নাল মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ইকবাল হোসেন (৪০) ও তার সহযোগীরাসহ ওই  শারীরিক প্রতিবন্ধী ভিকটিমকে সু-কৌশলে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে ডেকে নিয়ে গণ-ধর্ষণ করে। ভিকটিমে মামা জানায় যে, আসামীগণ আগে থেকেই ভিকটিমের ক্ষতিসাধন করার চেষ্টা করে এবং হুমকি দিয়ে আসছিল। প্রতিবেশীরা ভিকটিমকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে কান্নারত অবস্থায় পেয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে উক্ত ঘটনা খুলে বলে। ভিকটিমের মামা আসামীগণের উঠানে গিয়ে উক্ত ঘটনা জানালে আসামীগণ প্রকাশ্যে ভিকটিমের মামাকে মিথ্যা মামলা ও জীবণনাশের হুমকি প্রদান করে।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ২৯/০৫/২০২৩ ইং তারিখে এজাহার দায়ের। ঘটনাটি স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনা সংঘটিত হওয়ার পর ধর্ষকগণ গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর, রংপুর মহানগরীর পশুরাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণ-ধর্ষণ মামলার পড়নধ আসামী মোঃ ইকবাল হোসেন (৪০) কে  গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ ইকবাল হোসেন (৪০) উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth