১ চৈত্র, ১৪৩১ - ১৫ মার্চ, ২০২৫ - 15 March, 2025

মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

আমাদের প্রতিদিন
1 year ago
308


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সন্তানের মা ফাতেমা বেগম (৪০) নামের এক গহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) ভোরে জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপশ্যামপুর বটের চড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী ভাতিজা মজিদ ও বাতেনের সাথে একই গ্রামের চাচা গোলজার হোসেন ও তার পরিবারের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। একপর্যায়ে বুধবার ধাক্কাধাক্কি ও মারামারি হয়। এতে চাচা গোলজার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম আহত হন। এ সময় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান।

পরে আজ  বৃহস্পতিবার ভোরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। কিন্তু কে বা কারা তাকে হত্যা করে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানান। এ ঘটনায় গোলজার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth