ইরানে সম্ভাব্য হামলার গোপন নথি নিজের কাছে রেখেছিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের উপর সম্ভাব্য হামলার বিষয়ে পেন্টাগনের একটি গোপন নথি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরে নিজের কাছে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিদের কাছে থাকা ট্রাম্পের ২০২১ সালের একটি অডিও রেকর্ডিংয়ে এ বিষয়ে স্বীকারোক্তি রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে হোয়াইট হাউজ ছাড়ার সময় ট্রাম্প গোপন নথিটি সচেতনভাবেই নিজের কাছে রেখেছিলেন। তিনি ওই নথির তথ্য কারো কাছে প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন। এই গোপন নথি প্রকাশের ব্যাপারে নিজের সীমাবদ্ধতার কথাও জানতেন ট্রাম্প। অবশ্য সাবেক এই প্রেসিডেন্ট কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের মুখপাত্র গোপন নথির বিষয়ে সরকারি তদন্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘এই রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্য উত্তেজনা বাড়ানো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকদের সংবাদমাধ্যমে হয়রানি অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করা হয়েছে।’