১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

সাকিবের না থাকা আমাদের জন্য চিন্তার কারণ: নান্নু

আমাদের প্রতিদিন
2 years ago
194


স্পোর্টস ডেস্ক :

আগামী ১৪ জুন মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। সেই লক্ষ্যে আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে রশিদ খানের দল। তবে আসন্ন এই সিরিজে খেলবেন না টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে আগেই ৪ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন সাকিবের মতো এমন একজন তারকা ক্রিকেটার দলে না থাকা চিন্তার কারণ। সোমবার (৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার (অধিনায়ক) দলে নেই, অবশ্যই এটা একটা চিন্তার কারণ। তারপরেও যারা আছে তাদের পুরোপুরি ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং দেশকে দেওয়ার অনেক কিছু আছে।’

এদিকে টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন দুই মুখ পেসার মুশফিক হাসান এবং ব্যাটার শাহাদাত হোসেন দিপু। তাদের দলে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে।’

দিপু-মুশফিক সুযোগ পেলে ভালো করবেন বলে বিশ্বান করেন প্রধান নির্বাচক, ‘দুজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বলের ক্রিকেটে সুযোগ পেলে ওরা নিজেদের মেলে ধরবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth