২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান পরীমণি
বিনোদন ডেস্ক :
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলে তিনি। দেড় বছরের দাম্পত্য জীবনে আট মাস ধরে পরীমণি ও রাজের বনিবনা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। চলছে টানাপোড়েন এবং সেই সংসার এখন ভাঙনের পথে। এরপর একটি সংবাদমাধ্যমের ‘লাইভ’ অনুষ্ঠানে এসে রাজ জানান, আপাতত তারা সেপারেশনে আছেন এবং তাদের আর একসাথে হওয়ার কোন সুযোগ নেই।
রাজের এমন মন্তব্যের উত্তর দিতে সোমবার রাতে গণমাধ্যমটির লাইভে এসে পরীমণি জানান, দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) নারাজ। তিনি বলেন, আমি সত্যি চাই না রাজের স্ত্রী পরিচয়ে থাকতে।
এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই। তিনি আরও বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।