রংপুরের অপহৃত কিশোরী ফতুল্লায় উদ্ধার
ঢাকা অফিস:
রংপুরের কাউনিয়া থেকে অপহৃত ১৭ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করে র্যাব-১০। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
তিনি জানান, রংপুর থেকে ১৭ বছরের এক তরুণীকে অপহরণ করা হয়েছিল। পড়ে তার পরিবার র্যাবের কাছে অভিযোগ করে। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে। রাজধানীর অদূরে ফতুল্লা থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।