নীরবে ঢাকায় ফিরে বিসিবিতে সাকিব
স্পোর্টস ডেস্ক :
এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান।শ্রীলঙ্কার হয়ে চামিরা নেন ৪ উইকেট, হাসারাঙ্গা ৩ টি ,লাহিরু কুমারা ২ টি ও থিকসানা নেন ১ টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় শ্রীলঙ্কা।পাথুম নিশানাক ৫১ রান ,দিমুথ কারুনারাত্নে ৫৬ ও কুশাল মেন্ডিস ১১ রানে অপরাজিত থাকেন। ৩৪ ওভার হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। ৯ ওভারে ৬৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চামিরা।