পাবনায় নির্বাচন অফিসের সার্ভার কক্ষে রহস্যজনক চুরি
পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ ও ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। নিরাপত্তাবেষ্টনীর আওতায় থাকা এমন কক্ষে চুরির ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে পাবনা জেলার নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটি শেষে আজ অফিস খুলে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারি। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শনিবার (১৯ নভেম্বর) রাতে ভবনের পেছনের গ্রিল কেটে চোর কক্ষে প্রবেশ করে।
মো. মাহবুবুর রহমান আরও জানান, ইতোমধ্যে বিষয়টি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। আলামত রক্ষায় কক্ষটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিট এসে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবেন। এরপর ঠিক কি কি চুরি হয়েছে জানা যাবে।
এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি ল্যাপটপ, ক্যামেরা ও কিছু প্যাড চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।