ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিমান দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক পাহাড়ি এলাকায় শনিবার একটি হালকা বিমান বিধ্বস্ত হলে এতে দুই সেনা সদস্যসহ তিনজনের প্রাণহানি হয়েছে। সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর এ কথা জানান।
আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভার বিভাগের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অপরাধ এবং ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে ছিলেন। খবর এএফপি’র।
ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, মৃত তিনজনের মধ্যে দুইজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, এই বিমান দুর্ঘটনার জন্য আশেপাশের গাছপালাগুলোতে আগুন লেগে যাওয়ায় তাদের ডাকা হলে পরে দ্রুত আগুন নিভানো হয়। ফায়ার সার্ভিস জানায়, বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে জল-কামান নিক্ষেপকারী হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়েছে।