কিশোরগঞ্জে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম ৩ দিনের পিডি হাথ প্রজেক্ট মডেল বিষয়ক কর্মশালার সমাপনী আজ বৃহষ্পতিবার (১২ জানুয়ারি) স্থানীয় টাউন কমপ্লেক্স্র অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবু শফি মাহমুদ,আরএমও ডা: মো: এ.বি.এম তানজিমুল হক (মিল্লাত),এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মো: শাহ কামাল, ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিষ্ট, স্বাস্থ্য ও পুষ্টি হান্না হোরে শিমু প্রমূখ। এতে বিভিন্ন ইউনিয়নের ৩৩ জন প্রশিক্ষণর্থী অংশগ্রহন করে।