১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

আমাদের প্রতিদিন
1 year ago
207


ঢাকা অফিস:

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণের এ তারিখ ঘোষণা করেছে সাংবিধানিক সংস্থাটি।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন। বেলা ১১টায় শুরু হওয়া এ সভা চলে পৌনে এক ঘণ্টা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই হবে ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।

সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব, রাশেদা সুলতানা ও আনিছুর রহমানসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে থাকায় নির্বাচন কমিশনার মো. আলমগীর এ বৈঠকে অংশ নিতে পারেননি।

২০১৮ সালের ২৪ এপ্রিলদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। বঙ্গভবনে তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে এবার ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে গত মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর উপস্থিত ছিলেন। ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সিইসি।

রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত।

সর্বশেষ

জনপ্রিয়