৮ চৈত্র, ১৪২৯ - ২২ মার্চ, ২০২৩ - 22 March, 2023
amader protidin

২৭ বছরের ডিউটিকালে আমি তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাড়িতে বহন করেছিলাম

আমাদের প্রতিদিন
1 month ago
105


নিজস্ব প্রতিবেদক:

২৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে গেলেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ি চালক মোঃ ইব্রাহিম খলিল। তার অবসারজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি চিত্তবিনোদন ক্লাব রংপুর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী। সভাপত্বি করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা।

অতিথিরা সদ্য বিদায়ী গাড়ি চালক ইব্রাহিমকের কাজের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন।

এতে বক্তব্য রাখেন গাড়ি চালক ইব্রাহিম খলিল । তিনি বলেন, আমার ২৭ বছরের ডিউটিকালে আমি তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাড়িতে বহন করেছিলাম। যা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে মনে করি। এছাড়াও আমি স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরিকে বহন করেছিলাম।

জানা যায়, ইব্রাহিম খলিল তার গাড়িতে ১২জন জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িতে বহন করেছিল।

সংবর্ধনা অনুষ্ঠানে গাড়ি চালক সমিতির রংপুর জেলার সভাপতি মজনু তালুকদার,সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়