২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

দিনাজপুরে কোচিং চালু রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

আমাদের প্রতিদিন
1 month ago
51


দিনাজপুর প্রতিনিধি:

এসএসসি পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে দিনাজপুর শহরের একটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম এ জরিমানা করেন।

নির্বাহী অফিসার রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইয়োনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়ায় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয় । একইসাথে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঐ কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়