২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

রংপুরে ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে চুরি

আমাদের প্রতিদিন
3 weeks ago
71


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এবিষয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, রংপুর নগরীর রবাটসনগঞ্জ এলাকায় উক্ত প্রতিষ্ঠানের কো-অডিনেটর মমিনুল ইসলাম গত ৩ মে অফিস বন্ধ করে সকল স্টাফদের  ছুটি দিয়ে বাসায় চলে যান। শনিবার সকালে এসে দেখতে পান ট্রেনিং রুমের উত্তর পাশের দরজা খোলা। ধারণা করা হচ্ছে উত্তর পাশের দরজার ওপরে ভেন্টিলেটার দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে দুইদিন চোর প্রবেশ করে মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৭৪ হাজার টাকা মূল্যের ২৫টি ডাইস্টক, ৩০ হাজার টাকা মূল্যের ১০টি গ্রাইডিং মেশিন,১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৮টি ড্রিল মেশিন,৭০ হাজার টাকা মূল্যের ২টি রড কাটিং মেশিন, ৭ হাজার টাকার ২০টি পাইপ রেঞ্জ।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি(তদন্ত)  হোসেন আলী বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।  বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়