সাঘাটায় ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়ারু গ্রেফতার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটায় ডিবি পুলিশের অভিযানে সাথালিয়াগ্রাম থেকে সোমবার ভোরে সন্ধ্যায় ৯ জন জুয়ারুকে গ্রেফতার করেছে।
গাইবান্ধা জেলা ডিবি এর অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাঘাটা থানাধীন ০৩নং সাঘাটা ইউপির ০৪ নং ওয়ার্র্ডের দক্ষিণ সাথালিয়া গ্রামস্থ জনৈক মিসেস শিল্পী বেগম(৪৫) স্বামী মৃত আনিছুর রহমান এর চৌচালা টিনের ঘরের ভিতরে জুয়া (তাস) খেলারত অবস্থায় ০৯ জন জুয়ারি কে গ্রেফতার এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করি ও আলামত হিসেবে জুয়া খেলার ০৪ বান্ডিল খোলা তাস মোট উদ্ধার ১২, বার হাজার ৭৩৭ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারুরা হলেন উপজেলার ১। দক্ষিণ সাথালিয়া সাহার আলী (৫০), ২। মোঃ তাজিরুল ইসলাম (৪৪) ৩। মোঃ ইউনুস (৩৬), ৪। মোঃ লুৎফর রহমান(৫৫), ৫। মাহাবুব হাসান রতন (৩২), ৬। মোঃ বাদশা মিয়া(৪২) ৭। যুগীপাড়া গ্রামের শাহ আলম(৪৫), ৮। চিনিরপটল গ্রামের মানিক মিয়া (২৩ ৯ ।), আকন্দ পাড়া গ্রামের জহর আলী (৩৮)। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।