২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

কুড়িগ্রামে মহিলা পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
31


কুড়িগ্রাম অফিস:

বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার (২২ মে) দুপুরে জেলার রাজাহাটের চাকিরপশার ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়বাংলাদেশ মহিলা পরিষদেররাজারহাট উপজেলা শাখার সভাপতি শরিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা সুইডেন অ্যাম্বাসির মারিয়া স্ট্রিডস্ম্যান। বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন মেগম, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন উপকারভোগী চাদনী বেগম, লুৎফা বেগম, কনা আক্তার প্রমুখ ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়