১৯ আশ্বিন, ১৪৩০ - ০৫ অক্টোবর, ২০২৩ - 05 October, 2023
amader protidin

ঘোড়াঘাটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত

আমাদের প্রতিদিন
3 months ago
80


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

"প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকালে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র‍্যালী, আলোচনা সভা, ফলের চারা বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল ১১ টায় একশন এইড বাংলাদেশ, এলআরপি-৪৫, ঘোড়াঘাট দিনাজপুরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কর্ণারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট শাখার সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ও ৮০ জন সদস্যাকে দুটি করে ফলের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়