১৪ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

বিরামপুরে এক পা বিশিষ্ট্য সন্তানের জন্ম

আমাদের প্রতিদিন
4 weeks ago
122


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: 

বিরামপুরে এক পা বিশিষ্ট্য সন্তানের জন্ম নিয়ে চলছে নানা গুঞ্জন। বুধবার (২৭ মার্চ)শহরময় এ নিয়ে চলে আলোচনার ঝড়।

জানা গেছে, পার্শ্ববতীর নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের মাহফিজুল ইসলামের গর্ভবতী স্ত্রী তছলিমাকে বিরামপুর মডার্ণ ক্লিনিকে নেয়া হয়। বুধবার বিকেলে সাড়ে পাঁচটায়  সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার জমজ সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে একটি মেয়ে সন্তান এবং অপরটি প্র¯্রাব ও পায়ুপথ বিহীন এক পা বিশিষ্ট্য সন্তান। এই এক পা বিশিষ্টষ্য সন্তান জন্ম নেয়ার খবরে অনেকে শিশুটিকে দেখার জন্য ক্লিনিকে ভিড় করেন। ঐ দম্পতির ৮ বছরের একটি ছেলে এবং ৫ বছরের একটি মেয়ে রয়েছে।

সিজারিয়ান অপারেশন কারী চিকিৎসক ডাক্তার তাহেরা বেগম জানান, জেনেটিক্যাল সমস্যার কারণে জন্মগত ভাবে শিশুটির ত্রুটি দেখা দিয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হবে। অপারেশনের মাধ্যমে তার প্র¯্রাব ও পায়ুপথ বের করা না গেলে তার বেঁচে থাকা সংকটের মধ্যে পড়তে পারে।

 

সর্বশেষ

জনপ্রিয়