ডিমলায় বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় দশটি ইউনিয়নের কৃষকরা বোরো ধান রোপনে ব্যস্ত। ২৩ জানুয়ারী (সোমবার) সকাল ৮ টায় সরে জমিনে দেখা যায়, শীত উপেক্ষা করে আগাম বোরো ধানের চারা রোপনের জন্য স্থানীয় শ্রমজীবি শ্রমিকরা ট্রাক্টর দিয়ে হাল চাষ, ধানের চারা তুলছে আবার কেউ জমিতে মই টানছে, কোদাল দ্বারা আইল ছাটানোর কাজ করছেন। স্থানীয় কৃষক আব্দুল হামিদ নিজের দশ বিঘা জমিতে হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন শুরু করছি। তিনি বলেন গত বছরের চেয়ে এবারে বোরো ধানের আবাদে খরচ বেশি। ট্রাক্টরের ভাড়া, শ্রমিকের দাম, সার, কীটনাশক সহ সেচমুল্য উর্দ্ধগতি। আমাদের জমিগুলো নিচু, এক ফসল ছাড়া দুই ফসল হয় না। কৃষক ওয়াহেদ আলী জানান, পৌষ মাসের মাঝামাঝিতে আগাম ধান রোপন করছি। কয়েকদিনের মধ্যেই বোরো ধান রোপন শেষ হবে। এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, উপজেলার কৃষকরা শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছে। আবহাওয়ায় অনুকুল থাকলে বোরো ধানের ফলন ভাল হবে। এ উপজেলায় গত বোরো মৌসুমে প্রায় ১১ হাজার হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। চলতি মৌসুমে ১১২৫২ হেক্টর জমি বোরো ধানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে ৬৮০০ জন ক্ষুদ্র ও মাঝারি কৃষদের মাঝে প্রনোদনার আওতায় বোরো ধানের বীজ বিতরন করা হয়। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নাজমুল হক বলেন, ডিমলা উপজেলা কৃষি অফিস হইতে কৃষকদের বোরো মৌসুমে সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হবে।