১৪ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

মোবাইলে কল করলে শোনা যাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

আমাদের প্রতিদিন
1 year ago
85


ঢাকা অফিস:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এখন থেকে শোনা যাবে মোবাইলে কল করলে। দিবসটি উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপনের কর্মসূচি বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুসারে আগামী ১ থেকে ৭ মার্চ যেকোনো মোবাইল নম্বরে কল করলেই ভাষণটি শোনা যাবে।

সম্প্রতি সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে একটি সভায় অনুষ্ঠিত হয়। সেখানেই দেশের সব মোবাইল অপারেটর গ্রাহকের ফোনে ওয়েলকাম টিউন হিসেবে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সিদ্ধান্তটি গৃহীত হয়। এটি বাস্তবায়ন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি ছাড়াও ১ থেকে ৭ মার্চ সব সরকারি ও বেসরকারি রেডিও-টেলিভিশন চ্যানেলে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওউনার্স (অ্যাটকো), সরকারি-বেসরকারি রেডিও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট সভার এক কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়