৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

মিঠাপুকুরে হাতকড়াসহ উধাও মাদক ব্যবসায়ি

আমাদের প্রতিদিন
3 weeks ago
127


হাতকড়া দিতে এসে ছোট ভাই গ্রেফতার

মিঠাপুকুর প্রতিনিধি:

মিঠাপুকুরে বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের হাতকড়াসহ সুভাষ চন্দ্র দাস নামে একজন মাদক ব্যবসায়ি পালিয়ে গেছে। পরে হাতকড়া ফেরৎ দিতে এসে গ্রেফতার হয়েছেন ওই মাদক ব্যবসায়ির ছোট ভাই সুশিল চন্দ্র দাস। তবে এখন পর্যন্ত পালিয়ে যাওয়া ওই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা মির্জাপুর ইউনিয়নের ভগবতিপুর দাসপাড়া গ্রামের দেবেন্দ্রনাথ চন্দ্র দাসের ছেলে।

বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইউনুস আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় তারা ২শ ৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ি সুভাষ চন্দ্র দাসকে (৪৫) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সুযোগ বুঝে গ্রেফতারকৃত সুভাষ চন্দ্র দাস হাতকড়াসহ পালিয়ে যায়। বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরৎ দেওয়ার জন্য আসেন সুভাষ চন্দ্র দাসের ছোটভাই সুশিল চন্দ্র দাস (৪০)। তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া সুভাষ চন্দ্র দাসকে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানান বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির হোসেন। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাতকড়া উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ি সুভাষকে গ্রেফতার জোর চেস্টা চলছে।    

         

সর্বশেষ

জনপ্রিয়