৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দই তৈরীর কারখানার এক শ্রমিক নিহত, আটক ২

আমাদের প্রতিদিন
3 weeks ago
60


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে সুদেব চন্দ্র দাস (৩০) নামে দইয়ের কারখানায় কর্মরত এক শ্রমিক নিহত হয়েছে।  সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের পুত্র।

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল বিথী দধি ভান্ডার থেকে তার রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ কাখানার অপর ২ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানায় রাতে খাওয়া শেষে সুদেব ও অন্যান্য কারখানা শ্রমিক একটি ঘরে শুয়ে পড়ে। এরপর রাতের কোন এক সময় তাকে ধারলো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

পুলিশ খবর পেয়ে শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক দুই শ্রমিককে আটক করে। ঘটনার পর থেকেই কারখানার একজন শ্রমিক পালাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল হোসন জানান, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে মামলা দায়ের পক্রিয়া চলছে। লাশ ময়না  তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়