১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ফুলবাড়ী উপজেলা প্রশাসন

আমাদের প্রতিদিন
3 weeks ago
189


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে রোববার রাতে অগ্নিকাণ্ডেরঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ওই এলাকার নাদের আলীর বসতঘর, ঘরে রাখা নগদ টাকাসহ সমস্ত মালামাল ও গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। এতে নাদের আলীর ছোটভাই আব্দুল কাদের ও প্রতিবেশী ময়জুল হকের গোয়াল ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ওই এলাকার বাসিন্দা নাদের আলীর বসতঘরে কয়েলের আগুনের মাধ্যমে অগ্নিকাণ্ডেরঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডেরঘটনায় তিনটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্ত নাদের আলী, আবদুল কাদের ও ময়জুল হকের সাথে কুশল বিনিময় করে সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ও ইউপি সদস্য মুকুল মিয়া উপস্থিত ছিলেন।

 

  

সর্বশেষ

জনপ্রিয়