শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এম শহিদ উল্যা পক্ষ থেকে শেখ রাসেল প্রশিক্ষণ ও পূনবাসন কেদ্র, রংপুর শাখার প্রতিবন্ধী ১৬ জনসহ মোট ২০০ জন শিক্ষার্থীদের জন্য উপহার স্বরুপ শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক ও রংপুর বিভারগর দায়িত্ব প্রাপ্ত সাইফুল ইসলাম সুইট, শেখ রাসেল প্রশিক্ষণ ও পূনবাসন কেন্দ্র রংপুরের উপ প্রকল্প পরিচালক নুর আলমের হাতে তুলে দেয়া হয়েছে। উপহার হিসেবে খাতা, ক্যাপ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অসামাপ্ত আত্মজীবনী, শেখ রাসেল সম্পকৃত বিভিন্ন বইসহ অন্যান্য উপকরণ। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ রংপুর জেলা শাখার সদস্য মিম, লাবনী মুনতাহা মিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।