১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
3 weeks ago
33


রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাও এলাকার রামরাই দিঘির পূর্বপাশের এক ভূট্টাক্ষেত থেকে দুপুরে হাত পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান,  স্থানীয়রা ভূট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা সেই ক্ষেত থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করি।

তবে ওই যুবকের পরনে জিন্সের প্যান্টের নমুনা পাওয়া গেছে। লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। লাশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়