১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ২৯ নভেম্বর, ২০২৩ - 29 November, 2023
amader protidin

রংপুরে জেলা বইমেলা ও বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

আমাদের প্রতিদিন
8 months ago
105


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে একই সাথে ২ টি মেলার উদ্বোধন। ৭দিন ব্যাপী জেলা বইমেলা ও  ৯দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় রংপুর টাউনহল মাঠে  রাংপুর জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে জেলা বইমেলা ও বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম । অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহামুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) মোঃ রেজাউল আলম সরকার, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা,  রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুর রহমান হাবু,  চিকিৎসক ও লেখক ডাঃ মফিজুল ইসলাম মান্টু প্রমুখ। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কবি, লেখক, সাহিত্যিক ও ছড়াকারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেলাকে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়