হারাগাছ আন্তঃ স্কুল জিপি কাপ প্রতিযোগিতার উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘তর্কে নয়, বিতর্কে হোক সমাধান’- এই স্লোগান নিয়ে হারাগাছ আন্তঃ স্কুল জিপি কাপ ২০২৩ শুরু হয়েছে। আজ (০৬ মার্চ) সোমবার রংপুরের কাউনিয়া উপজেলায় হারাগাছ একাডেমী ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ার সংগঠনের আয়োজনে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। প্রতিযোগিতায় হারাগাছ পৌর এলাকার অধীনে পরিচালিত স্কুল পর্যায়ের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, হারাগাছ থানার ওসি রেজাউল করিম, , হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছুদার রহমান, সমাজসেবক মনজুদার রহমান মিলন, হারাগাছ একাডেমী ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ার সংগঠনের সভাপতি মেহেদী হাসান মারুফ, সম্পাদক নরুন্নবী ইসলাম নয়ন প্রমুখ।
উপস্থিত ছিলেন, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহিন মিয়া, আব্দূল বাকি, আনিছুর রহমান রানা, হারাগাছ একাডেমী ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ার সংগঠনের সদস্য জান্নাতুল আখতার জুই, রজনী আক্তার, আরাফা আক্তার, সজনী ইয়াসমিন সহ আরো অনেকে।