প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

খবর বিজ্ঞপ্তির:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সারাদেশে ন্যায় আজ যথাযোগ্য মর্যাদায় রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডাস্থ বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ০৭ মার্চ (মঙ্গলবার) সকালে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও স্কাউট ইনস্টিটিউট এর ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের কাব, স্কাউট, রোভার স্কাউট ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের নির্ধারিত অংশের উপর ভাষণ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পরিচালক স্কাউটার মোঃ আব্দুস সোবহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপের কাব, স্কাউট, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষকবৃন্দ সহ অভিভাবকবৃন্দ এবং সুধীজন।