সরকারী ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মারকাজুল হুজ্জাজ্ব দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুরের পক্ষ থেকে ২০২৩ইং সালে সরকারী ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্ট্রারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
মারকাজুল হুজ্জাজ্ব দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আহসান হামিদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মারকাজুল হুজ্জাজ্ব দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল আজিজ, আলহাজ্ব আলী আহমেদ চান ও আলহাজ্ব খাজা আহমেদ, কোট মসজিদের খতিব মোঃ হাফিজুল ইসলাম, কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, মডেল মসজিদের খতিব আলহাজ্ব মাও.মোঃ জাহিদুল ইসলাম।