৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ১

আমাদের প্রতিদিন
6 months ago
223


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে   মোটরসাইকেল আরোহী মোরসালিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক আরোহী শাহিন মিয়া (২৪)।

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারের পার নামক স্থানে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরসালিন উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা মৌলভী পাড়ার খোরশেদ আলমের ছেলে। আহত যুবকের বাড়ি একই গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মোরসালিন তার সঙ্গী শাহিন মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে গঙ্গাচড়া বাজারের দিকে আসছিলো। পথিমধ্যে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কের মাজারের পার নামক স্থানে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই মোরসালিন নিহত হন। আহত শাহিনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংকা জনক।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল হক জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহত মোরসালিনের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়