১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

চিলমারীতে 'স্বপ্নের ঠিকানা' পেল ১৪৫ পরিবার

আমাদের প্রতিদিন
1 year ago
186


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আরও ১৪৫পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।৩য় পর্যায়ের ৪০টি ও নতুন ১০৫টিসহ মোট ১৪৫টি ঘরের চাবি হস্তান্তর করা হয়।এ নিয়ে উপজেলায় মোট ৭৯৫পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হলো। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে গৃহহীন পরিবারের হাতে এসব দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান,ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম লিচু,স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম,কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস,শিক্ষা অফিসার আবু সালেহ সরকারসহ বিভিন্ন দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়