২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

রংপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
36


নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস  উপলক্ষে মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এই স্লোগানে  বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যাগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী  কেক কেটে পালন পালন করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রংপুর নগরীস্থ শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এই আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, রংপুর জেলার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিদ্যুৎ শ্রমিক নেতা মানজারুল ইসলাম, এতে  পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক নেতা মোঃ বাবলু, পানি উন্নয়ন বোর্ডের নেতা মজুরুল ইসলাম, অটো শ্রমিক নেতা ফজলুল করিম বিদ্যুৎ শ্রমিক নেতা আলতাফ, হোসেন বিদ্যুৎ শ্রমিক নেতা মাহমুদ আলম, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক নেতা মনিরুল ইসলাম মিন্টু,  টিএনটি শ্রমিক নেতা আব্দুল হান্নান, রিস্ক শ্রমিক নেতা মোহাম্মদ আজম সহ জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থ্যতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও রংপুরের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়