২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

গঙ্গাচড়ায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময়

আমাদের প্রতিদিন
3 weeks ago
82


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা  পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮মে) দুপুরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন এর সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মমতাজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক নির্মল রায়, সদস্য কমল কান্ত রায়, সুধীর চন্দ্র রায়সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ওসি দুলাল হোসেন বলেন, একটি বিশেষ মহল বর্তমানে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। তারা কখনও সফল হতে পারেনি, পারবেও না। এজন্য তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ উপজেলার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়