৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

তারাগঞ্জে দুই সন্তানের জননী আত্নহত্যা

আমাদের প্রতিদিন
4 months ago
112


তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে দুই সন্তানের জননী ছবিতা রানী (২৬) নামের এক গৃহবধূ। গতকাল শনিবার রাত ২ টায় নিহতের স্বামীর বাড়ি সয়ার ইউনিয়নের কাঙ্গালাচড়া থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গতকাল রবিবার (১৪ মে) ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। খোঁজ নিয়ে জানাগেছে, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো। গত শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী মানিক চন্দ্র বাড়ি থেকে বেড়িয়ে গেলে রাত ১১ টার দিকে পরিবারের অজান্তে ছবিতা রানী সন্তানদের ঘুমিয়ে রেখে ঘরেই গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেন। পরে ছবিতার ছেলে-মেয়েরা মায়ের লাশ ঝুলিয়ে থাকা দেখে চিৎকার করলে লোকজন ছুটে এসে লাশ দেখতে পেয়ে থানায় অবগত করেন। ছবিতার ৫ বছরের একটি মেয়ে ও ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তারাগঞ্জ থানার এস আই আজমল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন কোন অভিযোগ করেনি।   

 

 

সর্বশেষ

জনপ্রিয়