২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আমাদের প্রতিদিন
2 weeks ago
34


কুড়িগ্রাম প্রতিনিধি:  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস  পালিত হয় কুড়িগ্রামে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে এসেছিলেন ।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি সাঈদ হাসান লোবান, শেখ বাবুল, ছানালাল বকসী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ন সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,  মোস্তাফিজুর রহমান সাজু,আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বিপ্লব, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়