২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

রংপুর সদর উপজেলাতে বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজ দাম

আমাদের প্রতিদিন
2 weeks ago
67


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:  

রংপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের হাটবাজারে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুট মরিচ ও শাকসবজি এর মুল্য হু হু করে বেড়ে যাওয়ায় ভুক্তভোগী ক্রেতা সাধারন দিশাহারা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে সাম্প্রতি রংপুর সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্নহাট বাজারে মুল্য হু হু করে বেড়েই চলছে। এদিকে কাঁচামরিচ ছিল ৮০ টাকা বেড়ে দাঁড়িয়েছে  ১৩০ টাকা ও বেড়েছে পেঁয়াজ, রসুন, শুট মরিচ সহ শাকসবজি দামও।  সরোজমিনে ঘুরে দেখা গেছে রংপুর সদর উপজেলার ব্যবসায়িরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকা । কাঁচা মরিচ বিক্রি করতেছেন ১৩০ টাকা দরে ও বেড়েছে শুট মরিচের দাম। এদিকে কাঁচামাল ব্যবসায়ীরা বলেন একটু দাম বেড়েছে। রংপুর সদর উপজেলা বাসি ভুক্তভোগী ক্রেতা সাধারন অভিযোগ করে বলেন এদিকে লাগামহীন মূল্য বেড়ে যাওয়ায় দিশারা অনেক মানুষজন।  রংপুর সদর উপজেলাবাসিরা বলেন সরকারের বাজার নিয়ন্ত্রন আইন ভেঙ্গে পড়ায় ব্যবসায়ীরা ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়জনীয় জিনিস পত্র ইচ্ছা মাফিক দরে ক্রেতাদের মাঝে বিক্রি করছেন। তাই বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরি মানুষদের খুবই কষ্টকর হয়ে পড়েছে। তবে এ অবস্থা চলতে থাকলে সাধারন মানুষজনের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়