১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

সোনার বাংলা গঠনে জ্ঞানে বিজ্ঞানে মানবিক সমৃদ্ধ নাগরিক দরকার:রংপুর বিভাগীয় কমিশনার

আমাদের প্রতিদিন
11 months ago
134


নিজস্ব প্রতিবেদক:

আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাই সোনার বাংলা গঠনে সনদধারী নাগরিক নয়, জ্ঞানে বিজ্ঞানে মানবিক সমৃদ্ধ নাগরিক দরকার। এজন্য আমাদের শিশুদের উন্নয়নে পরিবেশ তৈরি করে দিতে হবে, তাহলে তারাও একদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো বিখ্যাত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শিল্পকলা একাডেমি হলরুমে রংপুরে জেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। এজন্য শিশুদের জিপিএ ফাইভ নিয়ে তাড়া না দিয়ে তাদের জ্ঞান অনেষ্বনের দিকে ধাবিত করা উচিত। তাদের হৃদয়ে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা তৈরী করতে হবে। তাহলে আজকের গড়া শিশুদের দ্বারা আগামী দিনে দেশ ও জাতী উপকৃত হবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। জেলা প্রশাসক রংপুরের ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালাম, রংপুর  মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। এসময় উপস্থিত ছিলেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান।

অনুষ্ঠানে সমাজসংস্কার ও রবীন্দ্রনাথ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কাউনিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড, শাশ্বত ভট্টাচার্য ও অগ্নিবীণার শতবর্ষ ও বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরুপ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড, নিতাই কুমার ঘোষ।

আলোচনা সভা শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনা করেন রেজিনা সাফরিন ও মোহাম্মদ হামীম।

সর্বশেষ

জনপ্রিয়